গাজীপুর1

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ আগস্ট: বাংলাদেশে তৈরী পোশাক প্রস্তুুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ’র নেতৃত্বে বুধবার বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগন গাজীপুরের দুটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেছেন। প্রতিনিধিগণ প্রথমে গাজীপুর মহানগরীর দক্ষিণ সালনাস্থিত ইউটাহ্ ফ্যাশন লিমিটেড এবং পরে গাজীপুর সদরের বাংলাবাজার বাহাদুরপুর এলাকার ইপিলিয়ন স্টাইল লিমিটেড কারখানা পরিদর্শণ করেন।

সকাল থেকে বিকেল পর্যন্ত পরির্দশনকালে প্রতিনিধিগণ কারখানার কমপ্লায়েন্স, নিরাপত্তা ব্যবস্থা, কারখানায় কর্মরত শ্রমিকদের কর্ম-পরিবেশ, সুযোগ সুবিধা, পোশাকের মান ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করেন। প্রতিনিধি দলে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন ব্লুম বার্নিকাট, কানাডার রাষ্ট্রদূত বিনোইত পিয়েরে লারামি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মাইয়েদোঁ, স্পেনের রাষ্ট্রদূত এডয়ার্ডু ডে লাইগ্লেসিয়া ওয়াই ডেল রোসাল, অস্ট্রেলীয় হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স ড. লুসিন্ডা বেল, ডেনমার্কের চার্জ দি অ্যাফেয়ার্স, ফ্রান্সের চার্জ দি অ্যাফেয়ার্স জ্যঁ পিয়েরে পোঁসেসহ অন্ততঃ ১০টি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ রয়েছেন। এসময় তাদের সঙ্গে বিজিএমই এর সভাপতি আতিকুল ইসলামসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।