Narcotics_Sutrapur_734132026

দৈনিকবার্তা-ঢাকা, ১১ আগস্ট: ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, ব্লগে বা অন্য কোনো মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া যাবে না। দিলে দেশীয় আইনে ব্যবস্থা নেয়া হবে।মঙ্গলবার গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যাকাণ্ডের যথেষ্ট প্রমাণ ও ক্লু আমাদের হাতে আছে। আমরা অনুমান-নির্ভর কোনো কিছু করতে চাই না। সব তথ্য যাচাই করে আসল অপরাধী ধরার চেষ্টা করছি।

নিলয় যে থানায় জিডি করতে গিয়েছিলেন, সে থানার ওসি জিডি না নিয়ে তাকে বিদেশে চলে যেতে বলেছিলেন বলে পুলিশের তদন্তে প্রমাণিত হয়েছে। তারপরও কোন খুঁটির জোরে তিনি স্বপদে বহাল রয়েছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি এমন কিছু প্রমাণ হয়ে থাকে, তাহলে আমরা ব্যবস্থা নেবো। তিনি বলেন, হত্যাকারীদের শনাক্ত করে অচিরেই গ্রেফতার করা হবে। ব্লগার নিলয় হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতি হয়েছে শিগগিরই খুনিদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

হত্যাকাণ্ডের এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি-না, সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খামাখা কাউকে গ্রেপ্তার করে হয়ারানি করতে চাই না। হাত্যাকারীদের শনাক্ত করে অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। অনেক ক্ষেত্রে ঘটনা ঘটনার আগেই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ।নিলয় হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দা সংস্থা ছাড়াও আরো অনেক সংস্থাই কাজ করছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমারা আশা করছি অচিরেই খুনিদের ধরতে পারবো।তিনি বলেন, আমরা যে যার ধর্ম পালন করি তবে আমরা ধর্মান্ধ নই।

দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয়। এ ধরনের হত্যাকাণ্ড শুধু আমরা নই, দেশের মানুষ সমর্থন করে না। হত্যকারীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। হত্যাকারী যেই হোক আমরা তাকে গ্রেপ্তার করা হবে।একের পর এক হত্যাকাণ্ড ঘটছে জানিয়ে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা প্রসঙ্গ জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। জঙ্গিবাদ কখনোই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।নিলয় হত্যাকাণ্ডের ঘটনা অন্যান্য ব্লগারের হত্যা এবং মাওলানা ফারুকি হত্যার ঘটনা একই ধরনের বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।