দৈনিকবার্তা-ঢাকা, ১০ আগস্ট ২০১৫: দৈনিক জনকণ্ঠের আদালত অবমাননার বিষয়ে আগামী ১৩ আগস্ট আদেশ দেবেন আপিল বিভাগ।সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ছয় সদস্যের বৃহত্তর আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ঠিক করে দেয়।সকাল ৯টায় আপিল বিভাগের ফুল বেঞ্চে জনকণ্ঠের আদালত অবমাননার বিষয়ে শুনানি শুরু হয় শুনানির এক পর্যায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) যুদ্ধাপরাধ মামলায় চূড়ান্ত রায়ের আগে প্রধান বিচারপতির বিদেশ সফরটি সরকার বাতিল করেছে কিনা তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমকে আদালতে জানাতে বলেন আপিল বিভাগ।আদালতে জনকণ্ঠের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।জনকণ্ঠের এ মামলাটি সোমবারের আপিল বিভাগের এক নম্বর কার্যতালিকায় ছিলো।সে অনুযায়ী সকাল নয়টায়ই আদালত বসে। পরে সকাল সাড়ে নয়টার দিক আদালত কিছু সময়ের জন্য উঠে যায়।সকাল ৯টা ৩৬ মিনিটের দিকে আদালত আবার বসে। এরপর বেলা ১১টা পর্যন্ত শুনানি করে বিরতি দেয়া হয়। বিরতির পর এ মামলার কার্যক্রম আবারো শুরু হয়।এ মামলার শুনানির জন্য সকাল থেকেই আপিল বিভাগের এজলাস কানায় কানায় পূর্ণ ছিল। এ মামলাটির নিউজ কাভার করতে আজ আদালতে দেশি বিদেশি মিডিয়ার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।
সাকার রায়ের আগে প্রধান বিচারপতির সঙ্গে অন্য একজনের কথোপকোথনের রেকর্ডটি আদালতে উপস্থাপনের সময় সরকার দলীয় এমপি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তীব্র আপত্তি তোলেন।এসময় সুজনের সঙ্গে অন্য আইনজীবী ও জনকণ্ঠের সাংবাদিকদের বাকবিতণ্ডা হলে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও প্রধান বিচারপতির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়ে আসে।শুনানি শেষে আদালত ১৩ আগস্ট আদেশের জন্য দিন ধার্য করেন। জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ এবং নিবন্ধের লেখক স্বদেশ রায়ের উপস্থিতিতে এদিন রুলের উপর শুনানি হয়। তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী সালাউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় প্রকাশের আগে বিচারকদের কথিত ভূমিকা নিয়ে দৈনিক জনকণ্ঠে একটি নিবন্ধ প্রকাশিত হলে ২৯ জুলাই স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করে আপিল আদালত।জনকণ্ঠ সম্পাদক ও নিবন্ধের লেখককে এর ব্যাখ্যা দিতে ৩ অগাস্ট আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। পরে তাদের আবেদনে বিষয়টি ৯ অগাস্ট শুনানির জন্য আসে।বিবাদীদের আইনজীবী সালাউদ্দিন দোলন রোববার আদালতে একটি আবেদন দাখিল করেন, যাতে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে বেঞ্চ পুনর্গঠনের অনুরোধ জানানো হয়। আদালত তা নাকচ করে সোমবার বৃহত্তর বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রাখে। এর ধারাবাহিকতায় সোমবার সকাল ৯টায় দুই সাংবাদিক ও তাদের আইনজীবীর উপস্থিতিতে শুনানি শুরু হয়।স্বদেশ রায়ের ওই নিবন্ধের একটি অংশে বলা হয়, এখানেই কি শেষ ৭১-এর অন্যতম নৃশংস খুনি সালাউদ্দিন কাদের চৌধুরী।
নিষ্পাপ বাঙালির রক্তে যে গাদ্দারগুলো সব থেকে বেশি হোলি খেলেছিল এই সাকা তাদের একজন। এই যুদ্ধাপরাধীর আপিল বিভাগের রায় ২৯ জুলাই। পিতা মুজিব! তোমার কন্যাকে এখানেও ক্রুশে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তাই যদি না হয়, তাহলে কিভাবে যারা বিচার করছেন সেই বিচারকদের একজনের সঙ্গে গিয়ে দেখা করে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের লোকেরা? তারা কোন পথে বিচারকের কাছে ঢোকে, আইএসআই ও উলফা পথে না অন্য পথে? ভিকটিমের পরিবারের লোকদেরকে কি কখনও কোন বিচারপতি সাক্ষাৎ দেয়। বিচারকের এথিকসে পড়ে! কেন শেখ হাসিনার সরকারকে কোন কোন বিচারপতির এ মুহূর্তের বিদেশ সফর ঠেকাতে ব্যস্ত হতে হয়। যে সফরের উদ্যোক্তা জামায়াত-বিএনপির অর্গানাইজেশান।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতের নির্দেশে এ অংশটি শুনানিতে পড়ে শোনান।প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রধান বিচারপতিকে বিদেশে যেতে বাধা দেওয়া হয়েছিল কি না- তা শুনানির এক পর্যায়ে জানতে চায় আদালত। অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়টি জানাতে মৌখিক নির্দেশ দেওয়া হয়।এর আগে রোববার এ রুলের শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, আইন অনুযায়ী প্রধান বিচারপতির বিদেশ যাওয়ার বিষয়টি একান্তই তার নিজের এখতিয়ার। এমনকি উচ্চ আদালতের বিচারকসহ বিচার বিভাগের কোনো ব্যক্তির বিদেশ যাওয়ার বিষয়টিও প্রধান বিচারপতির এখতিয়ারের অন্তর্ভুক্ত।প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাবেক একাধিক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছি। তাদের পরামর্শ নিয়েছি কিভাবে দায়িত্ব পালন করতে হবে। ..প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। তিনি বিচার বিভাগ সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তিনি বিচার বিভাগের ক্ষেত্রে নাক গলান না।প্রধান বিচারপতি বলেন, লন্ডনে বাংলাদেশি ছাত্রদের একটি সংগঠন থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা টিকেট দিতে চাইলেও তিনি তা নেননি। সফরের বিষয়ে সব ঠিকঠাক করা হয়েছিল বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে।
তবে শেষ পর্যন্ত ওই সফরে তার যাওয়া হয়নি। প্রধান বিচারপতির নির্দেশে তার একান্ত সচিব আনিসুর রহমান ওই সফর সংশ্লিষ্ট নথি রোববার আদালতে উপস্থাপন করেন।বিচারপতি এস কে সিনহা সে সময় শুনানিতে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা থেকে যদি প্রধান বিচারপতি নিজেকে প্রত্যাহার করে নিতেন তবে কারা লাভবান হত? শুনানি শেষে রায়ের আগে যদি প্রধান বিচারপতি সরে যেত তাহলে তো ওই মামলায় রায়ই হত না।অ্যাটর্নি জেনারেল তখন বলেন, জনগণকে বিভ্রান্ত করার জন্যই এ নিবন্ধ লেখা হয়েছে। কাদের মোল্লার মামলায় রায় লিখেছেন আপনি। সাঈদীর মামলার রায়ও লিখেছেন। মুজাহিদ এবং সাকার মামলায় আমরা রায়ের অনুলিপির অপেক্ষায় আছি। আপনি অত্যন্ত সুচারূভাবে সালাউদ্দিন কাদেরের মামলাটি শেষ করেছেন। তারা তো এ মামলায় বিলম্ব করতে চেয়েছিল।