Sumon-sen-Magura1

দৈনিকবার্তা-মাগুড়া, ৯ আগস্ট: মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমাণ্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। রোববার মাগুরার বিচারিক হাকিম ফারহা মামুন এ আদেশ দেন।

গত ৪ অগাস্ট মামলার প্রধান আসামি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের (রিমান্ড) আবেদন করা হয়। ওইদিন বিচারক রোববার রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন । শুনানি শেষে ৭ দিন রিমান্ড মঞ্জুর করা হয়।গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় অধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্থানীয় মমিন ভূইয়া।

গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন গৃহবধূ নাজমা বেগম।ওই ঘটনায় নিহত মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনের নামে হত্যাসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।এ পর্যন্ত মামলার এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার হয়েছেন।গত ২ অগাস্ট ঢাকার কল্যাণপুর থেকে র‌্যাব সেন সুমনকে গ্রেপ্তার করে।