দৈনিকবার্তা-ঢাকা, ০৯ আগস্ট ২০১৫: বিচ্ছিন্ন ঘটনাগুলো রাজনৈতিকভাবে ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ব্লগার হত্যায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।তিনি বলেন, বিচ্ছিন্ন ঘটনাগুলো রাজনৈতিকভাবে ঘটানো হচ্ছে। ব্লগার জড়িত সন্দেহে কয়েকটি ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। শিশু রাজন ও রাকিব হত্যাকাণ্ডেও কয়েকজনকে আটক করা হয়েছে। ব্লগার এবং শিশু হত্যা ঘটনা যাতে করে দ্রুত নিষ্পত্তি হয়, এবং দোষীদের শাস্তি হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।ভবিষ্যতে যাতে করে এসব ঘটনা না ঘটে, সে বিষয়ে বিশেষ ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আমু বলেন, যে অপশক্তি দেশটাকে অস্থিতিশীল, জ্বালাও-পোড়াও এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করেছিল, তারাই এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এসব ঘটনা অতীতেও প্রতিরোধ করেছে, এবারো করবে। বৈঠকে মানবপাচার, মাদক নিয়ন্ত্রণ ও ব্লগার হত্যার বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী আরো বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে যাতে করে আর মাদকদ্রব্য না আসে সেজন্য সংশ্লিষ্ট দেশের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আলোচনা করে স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ নিতে নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া পাসপোর্ট জালিয়াতি, চাঁদাবাজি রোধেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।সভায় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রমুখ।