দৈনিকবার্তা-ঢাকা, ০৯ আগস্ট ২০১৫: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে উদ্দেশ করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মূল্য সমন্বয়ের প্রয়োজন আছে। বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে প্রচুর অর্থের যোগান দিতে হয়। রোববার কারওয়ান বাজার পেট্রোবাংলার হলরুমে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে সাশ্রয় কর জ্বালানি-বাঁচাও সম্পদ, বাঁচাও ধরণী’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আমাদের অনেক অবকাঠামো উন্নয়ন করতে হয়। তাতে প্রচুর অর্থের প্রয়োজন হয়।এ ছাড়া সরকারের নেওয়া গ্যাস অনুসন্ধান ও উৎপাদন পরিকল্পনা বাস্তবায়নে বিশাল অর্থের প্রয়োজন।এই অর্থ আসবে কোথা থেকে। তাই মূল্য সমন্বয় করা দরকার। তিনি বলেন, অনেকেই বলছেন, গ্যাস শেষ হয়ে যাবে। কিন্তু গ্যাস শেষ হবে না। আমাদের যে পরিমাণ গ্যাস আছে তা দিয়ে আগামী ১০-১২ বছর যাবে।এরমধ্যে নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কারে আমরা আশাবাদী।তিনি বলেন, বর্তমানে আবাসিকে ১৩ শতাংশ, সিএনজিতে ৬ শতাংশ এবং ক্যাপ্টিভে ১৭-১৮ শতাংশ গ্যাস ব্যবহার হয়। এ সব ক্ষেত্রে তেল ব্যবহার করে গ্যাস সাশ্রয় করতে পারি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম এমপি ও এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এ আর খান।