দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ০৯ আগস্ট ২০১৫: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সুপ্রিম কোর্ট বারের সভাপতি খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ ব্লগার ও জঙ্গীবাদ সৃষ্টি করে না। বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা এদেশে জঙ্গীবাদকে সৃষ্টি করেছে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে। সমস্ত খুনীদের নিয়ে তারা সন্ত্রাসের রাজনীতি করছে। এখন তারা নির্বাচন দাবী করছে। ২০১৯ সালের আগে এদেশে কোন নির্বাচন হবে না। কোন জঙ্গীবাদ আর সন্ত্রাসের কাছে আমরা মাথা নত করব না।মন্ত্রী রোববার সকালে নারায়ণগঞ্জ নগরীর বরফকল ঘাট এলাকায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ট্রেনিং এন্ড কালচারাল সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি জানান, দূর্ঘটনারোধে বিচারকাজ একটি আদালতে সম্পন্ন করা সম্ভব হচ্ছেনা। অনেক জটিলতার সৃষ্টি হচ্ছে। যার কারনে দেশে চারটি নৌ আদালত প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে ঢাকায় একটি আদালত আছে। বরিশালে শীঘ্রই আরেকটি আদালত স্থাপন করা হবে। তিনি বলেন, নৌ-পথে দূর্ঘটনারোধে শুধু শ্রমিক চালক নয়, জনগণকেও সচেতন হতে হবে। কেন্দ্রীয় শ্রমিক লীগ সভাপতি ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান শুক্কুর মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান, সমুদ্রপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক। অনুষ্ঠান শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান নবনির্মিত ট্রেনিং সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।