cng_autorickshaw-thumbnail

দৈনিকবার্তা-গাজীপুর ও টঙ্গী, ০৯ আগস্ট ২০১৫: গাজীপুরের টঙ্গী (আব্দুল্লাহপুর) ব্রীজ থেকে জয়দেবপুর চৌরাস্তা এবং বাইপাইল ও চন্দ্রা হতে নবীনগরসহ কয়েকটি সড়কে নিষেধাজ্ঞা না থাকলেও পুলিশের বাধার কারনে এসব সড়কে সিএনজি চালিত অটো রিক্সাসহ তিন চাকার যান চলাচল করতে পারছেনা। ফলে রবিবার বিকেল পর্যন্ত শিল্প ও ঘনবসতিপূর্ণ এ এলাকার লোকজন ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। হয়রানীর শিকার হচ্ছে তিন চাকাযানের মালিক এবং শ্রমিকরা।বিআরটিএ এনফোর্সমেন্ট সূত্রে জানা গেছে, সেতু ও সড়ক মন্ত্রনালয় গত ১ আগস্ট থেকে দেশের ৯৬টি জাতীয় মহসড়কের মধ্যে ৯০ ভাগ দূর্ঘটনা প্রবন চিহ্নিত করে ২২ টি মহাসড়কে সীমানা নির্ধারন করে সিএনজি চালিত অটো রিক্সাসহ তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। রবিবার বিআরটিএ এনফোর্সমেন্ট বিভাগ ওই সড়কগুলোর তিনচাকার যানচলাচলে নিষিদ্ধ এলাকার সীমানা নির্ধারন করে আদেশ ও গণবিজ্ঞপ্তি জারী করেছে। এরমধ্যে রাজধানী ঢাকার উত্তরে গাজীপুর সিটি কর্পোরেশনের জয়দেবপুর চৌরাস্তা হতে ময়মনসিংহ বাইপাস পয়েন্ট এবং জয়দেবপুর চৌরাস্তা হতে টাঙ্গাইল-জামালপুর পর্যন্ত এলাকায় থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহনসহ তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আদেশে গাজীপুরের টঙ্গী (আব্দুল্লাহপুর) ব্রীজ থেকে জয়দেবপুর চৌরাস্তা এবং বাইপাইল-চন্দ্রা ও চন্দ্রা হতে নবীনগরসহ কয়েকটি সড়কে এসব যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। অথচ রবিবার বিকেল পর্যন্ত পুলিশ নিষেধাজ্ঞার বাইরে এসব সড়ক এলাকায় থ্রি হুইলার অটোরিকশা, অটো টেম্পো এবং অযান্ত্রিক যানবাহনসহ তিন চাকার যান চলাচলে বাধা দিতে দেখা গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় শিল্প ও ঘনবসতিপূর্ণ এ এলাকার লোকজনসহ তিন চাকা যানের মালিক এবং শ্রমিকরা পড়েছে।

এছাড়াও পুলিশী হয়রানীর এড়াতে জেলার সড়ক ও মহাসড়কগুলোতে অবৈধ ও ফিটনেস বিহীন যানবাহন ইতোমধ্যে প্রায় বন্ধ হয়ে গেছে। এতে হঠাৎ করেই সড়কে গণপরিবহনের সংখ্যা কমে গেছে। ফলে দেশের অন্যতম এ শিল্পাঞ্চলে গাড়ীর অভাবে যাত্রীদের চাপ বেড়ে গেছে। রবিবার বিকেল পর্যন্ত প্রচন্ড গরমে এসব এলাকায় গাড়ীর জন্য যাত্রী ও পথচারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। সেইসঙ্গে তিনচাকা যানের মালিক ও শ্রমিকরা হয়রানীর শিকার হচ্ছে।এব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জানান, জাতীয় সড়কগুলোতে তিনচাকার যানচলাচলে নিষিদ্ধ এলাকার সীমানা নির্ধারন করে কর্তৃপক্ষের কোন আদেশ বা গণবিজ্ঞপ্তি না থাকায় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর জেলার অংশে টঙ্গী ব্রীজ হতে শ্রীপুর ও টঙ্গী ব্রীজ হতে কালিয়াকৈর পর্যন্ত এলাকায় গত ১ আগস্ট হতে তিনচাকার যানচলাচলে বাধা দেওয়া হয়েছে। তবে রবিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষিদ্ধ এলাকা নির্ধারণ করে আদেশ জারী করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়েছে। গাজীপুর জেলা পুলিশ সরকারের গণবিজ্ঞপ্তি বা আদেশ অবশ্যই বাস্তবায়ন করবে।