দৈনিকবার্তা-ঢাকা, ০৯ আগস্ট ২০১৫: ব্লগার নীলাদ্রির চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যত দ্রুত সম্ভব খুনিদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। জাতিসংঘ মহাসচিব শনিবার এক বিবৃতিতে নিলয়সহ সব ব্লগার হত্যার দ্রুত বিচারের আহ্বান জানান, যাতে বাংলাদেশের মানুষ নিঃশঙ্ক চিত্তে তাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং অন্য সব মানবাধিকারের চর্চা করতে পরে।ভয়ঙ্কর এই হত্যাকাণ্ডে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার ওপর বিরূপ প্রভাব পড়বে কি না, সে আশঙ্কাও তিনি প্রকাশ করেছেন।শুক্রবার দুপুরে ঢাকার গোড়ানে নিলয়ের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে চার খুনি।চলতি বছর এ নিয়ে মোট চারজন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টকে এভাবে খুন হতে হল, যারা ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে লেখালেখিতে যুক্ত ছিলেন।বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের দূত পিয়েরে মাইয়েদু এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, ইইউ বিশ্বাস করে, চার ব্লগারের হত্যার পেছনে কারণ একই। আমরা আর এ ধরনের মৃত্যু দেখতে চাই না। ২৭ বছর বয়সী নিলয় রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কালেকটিভ নামে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন।চলতি বছর নিহত অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু ও অনন্ত বিজয় দাশের মতো তিনিও ব্লগে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে লেখালেখিতে সক্রিয় ছিলেন।গত কিছুদিন ধরে হুমকি পাওয়ার পর নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নিলয় আড়াই মাস আগে জিডি করতে গেলেও থানা তা নেয়নি বলে ফেইসবুকে এক পোস্টে তিনি লিখে গেছেন।
নিঃশঙ্ক মতপ্রকাশের পরিবেশ দিন: বান কি মুন
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...