দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ০৯ আগস্ট ২০১৫: নারায়ণগঞ্জের ৭ খুন মামলায় এজাহারভুক্ত ৫ আসামীকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেয়ায় বাদির নারাজি আবেদন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা রিভিশন মামলার পরবর্তী শুনানি আগামী ৩০ সেপ্টেম্বর ধার্য্য করেছে আদালত। রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এই শুনানি অনুষ্ঠিত হলে রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন জানালে বিচারক সৈয়দ এনায়েত হোসেন শুনানির জন্য এই তারিখ ধার্য্য করেন। শুনানিকালে আদালতে মামলার বাদী নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ও তার আইনজীবী জেলা আইনজীবী সমিতিরি সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত ছিলেন।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে কাউন্সিলর নজরুল ইসলাসহ ৭ জন অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি ও আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। গত ৯ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগ দাখিল করেন।গত ৮ জুলাই নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় একটি মামলার বাদি সেলিনা ইসলাম বিউটির দাখিল করা নারাজি আবেদন নামঞ্জুর করে অভিযোগপত্র গ্রহণ করেন এবং পলাতক ১৩ আসামীকে গ্রেপ্তারী পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেন জুডিশিয়াল আদালত। এই আদেশের বিরুদ্ধে মামলার বাদি গত ২১ জুলাই জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন। এই মামলায় বর্তমানে র্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২২ জন আসামী কারাগারে আটক রয়েছে। পলাতক রয়েছে ১৩ জন।