Still1002_000072-copy1

দৈনিকবার্তা-ফেনী, ০৯ আগস্ট ২০১৫: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী ওমর ফারুক টিপুকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে ফেনী শহরের বিরিঞ্চি থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিরিঞ্চি এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় একরাম হত্যা মামলার চার্জশীটভুক্ত পলাতক আসামী ওমর ফারুককে কানুগাজী মসজিদ’র সামনে থেকে গ্রেফতার করা হয়। সে ওই এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে। ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ তাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমী এলাকায় প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান একরামুল হককে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনার চৌধুরীকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে ফেনী মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেন। এঘটনায় ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ মামলায় ৩৫ জন কারাগারে রয়েছে।