দৈনিকবার্তা-ঢাকা, ০৭ আগস্ট ২০১৫: মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে শুক্রবার সড়ক দূঘটনায় নিহত হয়েছে ১০ জন।জানা গেছে,মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ডুবে তিন যাত্রী নিহত হয়েছেন, আহত হন অন্তত ২০ জন।শুক্রবার বেলা সোয়া ১টার দিকে আরাম পরিবহনের একটি বাস ষোলঘর বটতলায় এ দুর্ঘটনায় পড়ে।তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।এদিকে দুর্ঘটনার ৩ ঘণ্টা পর বাসটি উদ্ধার করা হয়েছে। তবে, ভেতরে আর কোনো জীবিত বা মৃত ব্যক্তিকে পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. হাসান জানান, বেলা সোয়া ১টার দিকে আরাম পরিবহনের বাসটি ঢাকা থেকে দোহার যাচ্ছিল।পথে ঢাকা-মাওয়া মহাসড়কের ষোলঘরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।ফায়ার সার্ভিস গিয়ে বেলা সোয়া ৪টার দিকে বাসটি উদ্ধার করে বলে জানান তিনি।বাসের ভেতর থেকে প্রথমে এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পথে এক জনের মৃত্যু হয়।সর্জেন্ট হাসান আরও জানান, তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার তৎপরাতা চালায়। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস।স্থানীয়রা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে সময়ক্ষেপণ হচ্ছে অভিযোগ তুলে এলাকাবাসী বেলা ৩টার দিকে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়।ওই সময় রাস্তার দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের পর যানচল স্বাভাবিক হয়ে যায়। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারক করেন।শিমুলিয়া ফেরিঘাটে বাস ও ট্রাক চাপায় মটরসাইকেল আরোহী নিহত
এদিকে, মুন্সিগঞ্জ উপজেলার লৌহজংয়ের শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটের শিমুলিয়া প্রান্তের এক নম্বর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহিমাইকো বাস ও ট্রাকের চাপায় মোঃজিয়াউর রহমান (৩৩) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বেলা পোনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।নিহত মটর সাইকেল আরোহী জিয়াউর রহমান চাপাইনবাবগঞ্জের বাসুদেবপুর এলাকার রাফিকুল ইসলামের ছেলে বলে জানা গেছে। এতে করে ১নং এলাকায় বেলা সাড়ে ১২টাপর্যন্ত পোনে এক ঘন্টা যাত্রীবাহি বাস ও মালবাহি ২শতাধিক ট্রাক আটকা পরে।মাওয়া নৌ ফাড়িঁর উপপরিদর্শক (এসআই) মোঃ ইউনুছ আলী জানান, ঘটনার সময় প্রতিযোগিতার মাধ্যমে শিমুলিয়া প্রান্তের এক নম্বর ঘাটে ফেরিতে যানবাহন উঠছিল। এ সময় যাত্রীবাহি বাস ও মালবাহি ট্রাকের মাঝ দিয়ে যাওয়ার সময় মটরসাইকেল আরোহী জিয়াউর রহমান চাপা খেয়ে ঘটনাস্থলেই নিহত হয়।ঘটনার পর নিহত জিয়াউর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া তার ব্যবহৃত মটর সাইকলেটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে।
কলাপাড়া: কলাপাড়া-পটুয়াখালী মহাসড়কের হেতালবাড়িয়া নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ৩৫ যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১৬ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও ১৯ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা জানান, শুক্রবার সকাল আনুমানিক ১০টার সময় আল-নসিব নামের (পটুয়াখালী-জ-১১-০০১৯) বাসটি একটি লোকাস বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। এসময় যাত্রীদের আর্তচিৎকারে আশপাশের মানুষ উদ্ধার কাজ শুরু করে। বাসটি কুয়াকাটা থেকে বরিশাল যাচ্ছিল। হাসপাতালে ভর্তি হওয়া আহত যাত্রীরা হচ্ছেন আনোয়ারা, জালাল, শহিদুল, শাহজাহান, আজিজ, সালেহা বেগম, জাকির হোসেন, মান্নান, সাজেদা, হানিফ, জাহাঙ্গীর হোসেন, সালাহউদ্দিন, সিদ্দিক, হাফিজুর, সাজেদা বেগম ও শাহজাহান। বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। বাসটির চালক-হেল্পার পলাতক রয়েছে। দুর্ঘটনর পরপরই কলাপাড়া পৌর মেয়র মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল হাসপাতালে ছুটে যান। আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ললাটি এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারীসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এশিয়ান হাইওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুর ১২টায় সোনাগাঁও উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কে মোটর সাইকেলে চড়ে দুই আরোহী মদনপুরের দিকে আসছিল। ললাটি এলাকায় আসলে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে সামনে থাকা ট্রাক ও পেছনের কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। নিহতরা হলো রূপগঞ্জের নোয়াপাড়া এলাকার বাতেন(৩৫) ও সোনারগাঁওয়ের নাওভিটা এলাকার তাসলিমা(২৮)। দূর্ঘটনার পরে ওই গাড়ির চালক ও হেলপার পলিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক কাভার্ড ভ্যান ও একটি ট্রাক আটক করেছে।পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নোয়াখালী: জেলার চৌমুহনী-ফেনী সড়কে বাস ও সিএনজি অটোরিকসার মুখোমুখী সংর্ঘষে দু’জন নিহত এবং অপর একজন আহত হয়। তারা সবাই হিজড়া বলে জানা গেছে।শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ মডেল থানার এসআই মো. নূরুল আমিন জানান, সকাল সোয়া ৯টার দিকে দোকানঘর এলাকায় ফেনী থেকে সোনাপুরগামী দ্রুত গতির একটি সুগন্ধা বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাধুরী (২৬) ও নূপুর (৩০) নামের ২ হিজড়া নিহত হয় এবং সিএনজি অটোরিকশার চালকসহ আরো ১ হিজড়া গুরুতর আহত হয়।তিনি জানান, আহত দু’জনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে দু’জনেরই স্বাস্থ্যের অবনতি ঘটলে দ্রুত তাদের নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহতদের লাশও একই হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশের এসআই জানান।
চরফ্যাশন: মেয়ের বিয়ের অনুষ্ঠানের বাজার করে বাড়ি ফেরার পথে শুক্রবার সকালে ভোলার চরফ্যাশনে সড়ক ও জনপথ অফিসের সন্নিকটে কাইমুদ্দিন মোড় এলাকায় মহাসড়কে অবৈধ ঘোষিত যাত্রীবাহি থ্রী হুইলার যান ময়ুরী উল্টে পড়ে আ.বারী (৫৫) নামের মসজিদের ইমাম নিহত হয়েছে। আ.বারী পটুয়াখালীর মৃত হাসান আলীর ছেলে এবং চরফ্যাশনের জনতা বাজার জামে মসজিদের ইমাম। এসময় ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহি যান ময়ুরীতে চেপে চরফ্যাশন থেকে যাত্রীরা জনতা বাজার যাওয়ার পথে দুর্ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ুরী রাস্তার পাশে উল্টে পড়ে। এসময় ময়ুরীর নীচে চাপা পড়ে ঘটনাস্থলে আ. বারী মারা যায়। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল বাশার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো মামলা না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী :রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার একটি কোয়ার্টারের পেছনে লাশটি পাওয়া যায় বলে জানান নগরীর মতিহার থানার ওসি হুমায়ন কবির।আনুমানিক ৩২ বছর বয়সী ওই ব্যাক্তির নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ওসি হুমায়ন কবির।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান জানান, সকালে প-৭৬ নম্বর কোয়ার্টারের প্রহরী ওই ভবনের পেছনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আবাসিক শিক্ষকদের জানান।তারা ঘটনাস্থালে গিয়ে দেখেন ওই ব্যক্তির হাতে লালটেপ জড়ানো ও পুরাতন হ্যাকসো ব্লেড ও বৈদ্যুতিক তার রয়েছে।বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত বলে ঘোষণা করেন।প্রক্টর আরও বলেন, বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।