kader_siddique

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ আগস্ট ২০১৫: মাতৃগর্ভেও শিশুরা নিরাপদ নয় উল্লেখ করে কৃষক শ্রমিক জনতা লীগ চেয়ারম্যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মাগুরায় ঘটে যাওয়া এ ঘটনাটি দেখে আমার আত্মহত্যা করতে ইচ্ছা করেছিল। কিন্তু আত্মহত্যা মহাপাপ বলে আমি তা করিনি।শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গুলিবিদ্ধ শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।কাদের সিদ্দিকী বলেন, বিচার হয় মুখ দেখে। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ২৮ জুন আমি ফুটপাতে বসেছিলাম। তখন দেখেছি সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়, তারা হানাহানি চায় না।প্রসঙ্গত, মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ২৩ জুলাই বৃহস্পতিবার ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা বেগম। গুলি তার পেটে থাকা শিশুর শরীরও এফোঁড়-ওফোঁড় করে দেয়। এ সময় গুলি ও বোমায় আহত হন নাজমা বেগমের চাচাশ্বশুর মমিন ভূঁইয়া। পরদিন তিনি মারা যান।মায়ের পেটে গুলিবিদ্ধ হওয়ার কারণে মাত্র ৩৪ সপ্তাহে অস্ত্রোপচারের মধ্য দিয়ে পৃথিবীর আলো দেখে শিশু সুরাইয়া। জন্মের পর শুক্রবার তার ১৬তম দিন । হিসাব অনুযায়ী এখনও মায়ের পেটেই থাকার কথা ছিল সুরাইয়ার।