doinikbarta-borisal

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৭ আগস্ট: দাবীকৃত এক লাখ টাকা চাঁদা না দেয়ার অপরাধে গৌরনদী সেন্ট পিটার ফিলিং স্টেশনে বৃহস্পতিবার হামলা করেছে সরকারি দলের ক্যাডার ও এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা৷ চাঁদাবাজরা পেট্রোল পাম্পের কর্মচারী খলিলুর রহমান ঘরামীকে মারপিট করে রক্তাক্ত জখম করে৷ এ ঘটনায় পুলিশ ওই দিন রাতে সন্ত্রাসী হীরা ও তার সহোদর রাজ্জাককে গ্রেপ্তার করেছে৷

গৌরনদীর সেন্ট পিটার ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ আকতার হোসেন অভিযোগ করেন, সন্ত্রাসী হীরা ,রাসেল ও তাদের ৭ থেকে ৮ সহযোগী বিভিন্ন সময় তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল৷ বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদার জন্য চাঁদাবাজরা পেট্রল পাম্পে এসে ম্যানেজার আকতারকে খুঁজতে থাকে৷ তারা ম্যানেজারকে না পেয়ে কর্মচারী খলিলুর রহমানের কাছে দাবীকৃত একলাখ টাকা চাঁদা দাবী করে৷ সে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে খলিলকে মারধর করে রক্তাক্ত জখম করে৷ এ সময় তারা তার কাছ থেকে তেল বিক্রির ১৮ হাজার ৯৬০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়৷

এ ঘটনায় ওই দিন রাতে সেন্ট পিটার ফিলিং স্টেশনের ম্যানেজার শেখ আকতার হোসেন বাদী হয়ে সন্ত্রাসী হীরা বেপারী, রাসেল বেপারী, টিপু ও তাদের ৭ থেকে ৮ সহযোগীর বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা দায়ের করেন৷ পুলিশ শুক্রবার ভোরে সন্ত্রাসী হীরা ও তার সহোদর রাজ্জাককে গ্রেপ্তার করেছে৷ গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির বলেন, হীরা ,রাসেল, টিপু, রাজ্জাক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা৷ তারা নানা অপরাধ কর্মের সাথে জড়িত৷ উল্লেখিত সবার বিরেুদ্ধে গৌরনদী থানায় একাধিক মামলা রয়েছে৷