1438931255_98464

দৈনিকবার্তা-খুলনা, ০৭ আগস্ট ২০১৫: পায়ুপথে কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ সময় হত্যাকাণ্ড সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে পুলিশ তা জানাতে অপরাগতা প্রকাশ করেছে।শুক্রবার বিকালে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমীর আদালতে বিউটি বেগম এ জবানবন্দি দেন। কেএমপি ডেপুটি কমিশনার মো. জাহাঙ্গীর হোসেন জানান, রিমান্ডের প্রথম দিন বৃহস্পতিবার হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ঘাতক মোটরসাইকেল গ্যারেজ মালিক শরীফের মা বিউটি বেগম। তবে রিমান্ডের দ্বিতীয় দিন জিজ্ঞাসাবাদে মুখ খোলেন। এ সময় তিনি হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।

মামলার অপর দুই আসামি গ্যারেজ মালিক শরীফ ও তার সহযোগী মিন্টু খান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রয়েছেন। তারা সুস্থ হলেই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তদন্ত কর্মকর্তা এসআই কাজী মোস্তাক আহমেদ।উল্লেখ্য, গত ৩ আগস্ট বিকেলে কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটরসাইকেল গ্যারেজ শরীফ মোটরসের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। বিউটি বেগমকে গত বৃহস্পতিবার থেকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।এদিকে পৈশাচিকভাবে শিশু রাকিব হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসি দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে ।