নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

দৈনিকবার্তা-ঢাকা, ৬ আগস্ট: মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধ থাকায় সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে এসেছে বলে দাবি করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ধীরগতির যানবাহনগুলো মহাসড়ক ছাড়া অন্যান্য সড়কে চলাচল করবে। ভবিষ্যতে মহাসড়কের পাশে আলাদা লেন করা হলে ধীরগতির যান চলতে পারবে।বৃহস্পতিবার বুয়েটে এক্সিডেন্ট রিসার্চ ইন্সটিটিউট (এআরআই) আয়োজিত ‘প্রমোটিং রোড সেফটি ফর চিলড্রেন’ শীর্ষক দু’দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান এবং এআরআইয়ের সহকারি অধ্যাপক আরমানা সাবিহা হক। নৌমন্ত্রী বলেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলার পারমিট নেই। মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধ করার দীর্ঘ দিনের দাবি ছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের। তিনি বলেন, মহাসড়কে ধীরগতির যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ঘটনা অনেকটা কমে এসেছে। ধীরগতির যানবাহনগুলো মহাসড়ক ছাড়া অন্যান্য সড়কে চলাচল করবে। ভবিষ্যতে মহাসড়কের পাশে আলাদা লেন করা হলে ধীরগতির যান চলতে পারবে।

শাজাহান খান বলেন, শ্রমিক, মালিক, সরকার, পথচারি, যাত্রী সবাইকে সড়ক দুর্ঘটনা রোধে সচেতন থাকতে হবে। শিশুদের সচেতন করে তোলার লক্ষে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকে ট্রাফিক রুল সম্পর্কে শিক্ষার ব্যবস্থা চালু করার দাবি ছিল বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে। সে ব্যবস্থাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নেয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।তিনি বলেন, সড়ক দুর্ঘটনারোধে শিশুদের সচেতন করে তোলার লক্ষ্যে ট্রাফিক রুল সম্পর্কে প্রাথমিক স্তরে পাঠ্যপুস্তকে বিষয়টি অন্তর্ভুক্তের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবি ছিল। বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তভূুক্ত করার পদক্ষেপ নেয়ায় তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।শাজাহান খান বলেন, সড়ক পথে বাস এখনও প্রধান বাহন। শ্রমিক, মালিক, সরকার, পথচারি, যাত্রী সবাইকে সড়ক দুর্ঘটনারোধে সচেতন থাকতে হবে।