1438859826

দৈনিকবার্তা-কুমিল্লা, ৬ আগস্ট: মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে দিনের শুরুতে দুই ঘণ্টা গ্যাস নিতে পারবেন অটোরিকশা চালকরা।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ভোর ৬টা থেকে সকাল ৮টার মধ্যে চালকরা খালি অটোরিকশা নিয়ে মহাসড়ক সংলগ্ন সিএনজি ফিলিং স্টেশনগুলো থেকে গ্যাস নিতে পারবেন।দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে দেশের সব জাতীয় মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচলে সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় চালকদের বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই মন্ত্রীর এ ঘোষণা এল।

বৃহস্পতিবার কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেইনে উন্নীতকরণ প্রকল্পের কাজ দেখতে গিয়ে তিনি বলেন, সিএনজি সংগ্রহে যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী থাকতে পারবে না। যে এলাকায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে, সেসব এলাকায় ফিলিং স্টেশন না থাকলে মহাসড়ক সংলগ্ন সিএনজি স্টেশন থেকে গ্যাস সংগ্রহে দুই ঘণ্টা সময় পাবে।অটোরিকশা, টেম্পোসহ কম গতির তিন চাকার যানবাহনকে মহাসড়কে দুর্ঘটনার জন্য দায়ী করে গত ১ অগাস্ট থেকে সারাদেশের এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে সরকার। এর পর থেকেই চালক-মালিকরা বিভিন্ন জেলায় সড়ক আটকে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।অটোরিকশা চালকরা বলছেন, অধিকাংশ ফিলিং স্টেশন মহাসড়কে লাগোয়া বলে তাদের মহাসড়কে না গিয়ে উপায় নেই।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে ফেনীর ফাজিলপুরে ফুটওভারব্রিজ উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি া বলেন,জীবন বাঁচাতে সিএনজি অটোরিকশা চালকদের জীবিকার মায়া ত্যাগ করতে হবে । মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধ করার পর গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনা কমে গেছে দাবি করে মন্ত্রী আরো বলেন, দুর্ঘটনায় সিএনজি চালকরাই বেশি মারা গেছে।

তাই মহাসড়কে সিএনজি বন্ধ করাই সরকারের সঠিক সিদ্ধান্ত ছিল।তবে অটোরিকশা চলাচল বন্ধ করার কারণে চালক ও যাত্রীরা েেযন ক্ষতিগস্ত না হন ও দুর্ভোগে না পড়েন সে জন্য ফোর লেনের পাশে বাই-লেন নির্মাণ করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।সড়ক পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা মন্ত্রণালয়ের কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু হচ্ছে।

ফোর লেন হচ্ছে। এসবের সুফল পেতে হলে সড়ক পরিবহনের শৃঙ্খলার বিকল্প নেই। শুধু থ্রি হুইলারের জন্য দুর্ঘটনা হয় তা নয়, বেপোরোয়া ড্রাইভিংও দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকের ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে।ফাজিলপুরে ফুটওভারব্রিজ উদ্বোধনের সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, প্রকল্প পরিচালক ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, কুমিল্লা অঞ্চলের প্রধান প্রকৌশলী জুনায়েদ আহসান সিবিব, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুশেন চন্দ্র শীল প্রমুখ।