দৈনিকবার্তা-ঢাকা, ৬ আগস্ট: শিক্ষার ওপর সাড়ে ৭শতাংশ ভ্যাট প্রত্যাহার ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা প্রণয়নের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করেছে নো ভ্যাট অন অ্যাডুকেশন নামক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা এ স্মারকলিপি প্রদান করে।২০১৫-১৬ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষার উপর আরোপ করা সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা, এতে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্মারকলিপি প্রদানের পাঁচ দিনের মধ্যে সঙ্কট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়।বাঁধার মুখে পড়লে শিক্ষার্থী ফারহান হাবিবের নেতৃত্বে সালাউদ্দিন নিপু ও ফজলে খান বঙ্গভবনে গিয়ে স্বাকরলিপি জমা দেন।