দৈনিকবার্তা-ঢাকা, ০৬ আগস্ট, ২০১৫: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম মৃত্যুবার্ষিকী ২০১৫ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় আজ ০৬ আগস্ট ২০১৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. আখতার কামাল এবং স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন।

 আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশ করেন শিল্পী শিমু দে, আজিজুর রহমান তুহিন, তানিয়া মান্নান, এটি.এম.জাহাঙ্গীর, সোমা রানী রায়, নীলোৎপল সাধ্য, সালমা আকবর ও মহাদেব ঘোষ, আবৃত্তি পরিবেশন করেন শিল্পী শিমুল মোস্তফা, ধারা বর্ণনা পাঠ করেন কৃষ্টি হেফাজ ও ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও শর্মিলা বন্দ্যোপাধ্যায় এর পরিচালনায় সমবেত নৃত্য এবং সবশেষে পরিবেশিত হয় ফারহানা চৌধুরী বেবী এর নৃত্য পরিচালনায় নৃত্যালেখ্য ‘ষড়ঋতু’।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানবাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং বঙ্গমাতা পরিষদের আয়োজনে আগামী ০৭ আগস্ট ২০১৫শুক্রবার সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এবং আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক সমকাল এর সম্পাদক জনাব গোলাম সারোয়ার, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আসলাম ভূঁইয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগ এর ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা ও প্রেসিডিয়াম সদস্য বঙ্গমাতা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গমাতা পরিষদ এর কার্য নির্বাহী সভাপতি জনাব মোজাফ্ফর হোসেন পল্টু। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক জনাব সোহরাব উদ্দীন ও শুভেচ্ছা জ্ঞাপন করবেন বঙ্গমাতা পরিষদ এর কার্য নির্বাহী সাধারণ সম্পাদক এম. আনিসুর রহমান। আলোচনা শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।