full_667260834_1438847516

দৈনিকবার্তা-ঢাকা, ৬ আগস্ট: নাশকতার এক মামলায় খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে জামিন দিয়েছে ঢাকার একটি আদালত।এই বিএনপি নেতা বাড্ডা থানার একটি মামলায় বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করলে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান মৌখিকভাবে তার আবেদন নাকচ করে দেন।এরপর শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির আইনজীবীরা আদেশটি পুনর্বিবেচনার আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। বাড্ডা থানায় নাশকতার একটি মামলায় বৃহস্পতিবার দুপুর ১টা ১০মিনিটে আদালতে আত্মসমর্পন করে মোসাদ্দেক আলী ফালু জামিন আবেদন চাইলে ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্র্দেশ দেন।

এরপর তার আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ফালুকে কারাগারে পাঠানোর নির্দেশ বাতিল করে জামিন পুর্নর্বিবেচনার আবেদন করেন।দুপুর ২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান নিজের সিদ্ধান্ত পাল্টে ফালুকে কারাগারে পাঠানোর আদেশ বাতিল করে তার জামিন মঞ্জুর করেন।ফালুর আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এ বছরের ফেব্র“য়ারিতে বাড্ডায় নাশকতার এক ঘটনায় ফালুকে হুকুমদাতা হিসেবে দেখিয়ে মামলা করে পুলিশ।হত্যা চেষ্টা, সরকারি কাজে বাধা এবং পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগের পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইন এবং বিশেষ ক্ষমতা আইনে অপরাধের কথাও বলা হয় ওই মামলায়।এ মামলায় পুলিশ প্রতিবেদন হওয়া পর্যন্ত ফালুকে জামিন দিয়েছিল হাই কোর্ট। গত ২৪ জুন পুলিশ তদন্ত প্রতিবেদন দেওয়ার দেড় মাস পর বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত মহানগর পিপি আবদুল্লাহ আবু বলেন, না-মঞ্জুরের পর ফালু অসুস্থতার অভিনয় করেছেন।এর আগে জামিনের বিরোধিতা করেছিলেন মহানগর পিপি (পাবলিক প্রসিকিউটর) আবদুল্লাহ আবু।

গত ৩ ফেব্র“য়ারি বাড্ডা থানা এলাকায় নাশকতা, ককটেল বিস্ফোরণের অভিযোগে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।২৭ জুন এ মামলায় মোসাদ্দেক আলী ফালুসহ ৬০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেন বাড্ডা থানা তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান সরকার।এ মামলায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিনে ছিলে মোসাদ্দেক আলী ফালু হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে বৃহস্পতিবার তিনি আত্মসমর্পন করেন।