দৈনিকবার্তা-ঢাকা, ০৬ আগস্ট, ২০১৫: জ্যেষ্ঠপুত্র তারেক রহমানের শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান প্রয়াত মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বাদ মাগরিব রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ধানমন্ডির মাহবুব ভবনে তার ৩১তম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ শেষে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।এই সময় বিএনপির ভাইসচেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুু, তার বড় মেয়ে শাহিনা জামান বিন্দুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন, ধানমন্ডী ৭নং রোডের মসজিদের ইমাম লোকমান হাজারী।
সুপ্রীম কোর্টের প্রবীন আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে.জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আসম হান্নান শাহ, এমকে আনোয়ার, শাহ্ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আবদুল মান্নান, আব্দুল হালিম, ইনাম আহমেদ চৌধুরী, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ড. আসাদুজ্জামান রিপন, ফজলুল হক মিলন, আফরোজা আব্বাস, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুর রহমান হাবিব, আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন, মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, নুরী আরা সাফা, হাফেজ আব্দুল মালেক, মনির হোসেন, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আকরামুল হাসান, আনোয়ার হোসেন প্রমুখ। মিলাদে বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান ও মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানসহ বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী মিলাদে অংশ নেন।
এছাড়াও ২০ দলীয় জোট নেতাদের মধ্যে কর্নেল (অব) অলি আহমেদও মিলাদে অংশ নেন। মিলাদে অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। মিলাদ মাহফিলে ইসলামের নানা দিক দিয়ে নিয়ে আলোচনা করেন ইসলাম ইসলামী চিন্তাবিদ শাহ্ ওয়ালী উল্লাহ ও জয়নাল আবেদিন আজাদ। মিলাদের পর খালেদা জিয়া প্রয়াত মাহবুব আলী খানের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান।এছাড়াও মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করে নানা সংগঠন। এর মধ্যে মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দবানুর বেসরকারি সংগঠন ‘সুরভী’ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত নৌ প্রধানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বগুড়ায় তারেক রহমানের শ্বশুড়ের মৃত্যুবার্ষিকী পালনে স্থানীয় বিএনপি দোয়া মাহফিলের কর্মসূচি পালন করে। সিলেটে মরহুমের গ্রামের বাড়ি বিরামহীমপুর গ্রামে দিনব্যাপী কোরআন খানি ও মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবার পরিবেশন করে মাহবুব আলী স্মৃতি সংসদ। সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরান (রহ.) মাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে ৬ আগস্ট সাবেক নৌ প্রধান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ইকবাল বান্দবানু, দুই মেয়ে শাহিনা খান জামান ও জোবাইদা রহমানকে রেখে যান।