Jhenidah accident Photo 06-0-15

দৈনিকবার্তা-ঝিনাইদহ, ০৬ আগস্ট, ২০১৫: ঝিনাইদহ শৈলকুপা উপজেলার বন্যা ফিলিং ষ্টেশনের সামনে সড়ক দুর্ঘটনায় কাঁচামাল ব্যবসায়ীসহ ১০ জন আহত হয়েছে। আহতরা হলো- কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ফারাজপুর গ্রামের রওশন আলীর ছেলে রুহুল কুদ্দুস (৩৭), একই উপজেলার বড় শিমলা গ্রামের গুরু মিয়া (৫০), আলাইপুর গ্রামের আতর আলী মন্ডলের ছেলে জাকির আলী মন্ডল (৪৫), আড়পারার মৃত চন্দালা সরকারের ছেলে আব্দুস সামাদ (৬০), শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের হরোরা গ্রামের নজির মোল্লার ছেলে বিটুল মোল্লা (৩২), একই গ্রামের মতলেব মীরের ছেলে রানু মিয়া (৩৫), এবং রাজ্জাক মোল্যার ছেলে মোক্তার মোল্লা (৪৭)সহ ১০ জন।

স্থানীয়রা জানায়, আহতরা আলমসাধু যোগে শৈলকুপা উপজেলার চড়িয়ার বিল বাজার থেকে কাঁচামাল বন্যা ফিলিং ষ্টেশনের সামনে এসে তারা রাস্তার পাশে দাড়িয়ে ছিল। এসময় পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান আলমসাধুটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আলমসাধুতে থাকা ৭ জন আহত হয়। পরে ঝিনাইদহ দমকল বাহিনীয় কর্মীরা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্র্তি করে। শৈলকুপা থানার ওসি এম এ হাশেম খান জানান,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাভার্ড ভ্যানটি আটক করার চেষ্টা চলছে।