দৈনিকবার্তা-ঢাকা, ৬ আগস্ট: জাতীয় প্রেসক্লাবের ২০১৫-১৬ মেয়াদে গঠিত নতুন নির্বাহী কমিটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের একক বেঞ্চ এ আদেশ দেন।জাতীয় প্রেসক্লাবের বিষয়ে ঢাকা জজ কোর্টের দেয়া এক আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রিভিশন করলে শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।
বুধবার প্রেসক্লাবের ২০১৪-১৫ মেয়াদের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এ রিভিশন আবেদনটি দায়ের করেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।কমিটির মেয়াদ ফুরোনোর পর নির্বাচন ছাড়া গঠিত নতুন কমিটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে তিন মাস আগে সাধারণ সভায় কমিটি গঠনের পর মেয়াদোত্তীর্ণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ হাই কোর্টে গিয়েছিলেন।
তার আবেদনের শুনানি করে বৃহস্পতিবার বিচারপতি শরিফ উদ্দিন চাকলাদারের একক বেঞ্চ নতুন কমিটির কাজের উপর ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়।বিএনপি সমর্থক সাংবাদিক নেতাদের একাংশের দাবি, কামাল উদ্দিন সবুজ ও সৈয়দ আবদাল নেতৃত্বাধীন কমিটি এখনও বৈধ, নতুন কমিটি অবৈধভাবে গঠিত হয়েছে।তাদের আপত্তির মধ্যে গঠিত নতুন কমিটিতে আওয়ামী লীগ সমর্থক সাংবাদিকদের পাশাপাশি বিএনপি-জামায়াত সমর্থক সাংবাদিকদের একাংশ রয়েছেন। আদালতে সৈয়দ আবদালের আবেদনে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও সালেহউদ্দিন।সালেহউদ্দিন বলেন, কমিটির (নতুন) কার্যক্রম পরিচালনায় ছয় মাসের নিষেধাজ্ঞা ও রুল দিয়েছেন আদালত। আদেশের অনুলিপি পেলে বিস্তারিত বলা যাবে।
সবুজ ও আবদাল নেতৃত্বাধীন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হলেও ভোট নিয়ে জটিলতা দেখা দেয়।এর মধ্যে ২৮ মে প্রেস ক্লাবের আওয়ামী লীগ সমর্থক সদস্য এবং বিএনপি সমর্থকদের একাংশ বৈঠক করে সমঝোতার মাধ্যমে নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করে।এই কমিটিতে আওয়ামী লীগ সমর্থক মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি এবং বিএনপি সমর্থক কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়।
১৭ সদস্যের কমিটিতে সাতজন বিএনপি সমর্থক রয়েছেন, যাদের পরে নিজেদের ফোরাম থেকে বহিষ্কারের ঘোষণা দেন শওকত মাহমুদ নেতৃত্বাধীন অংশ। প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত বিএনপি সমর্থিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে রয়েছেন।সমঝোতার ওই কমিটিকে প্রত্যাখ্যান করে তার বিরুদ্ধে বিএনপি সমর্থক এই অংশ নানা কর্মসূচিও পালন করে আসছে।অন্যদিকে শওকত মাহমুদের নেতৃত্বে প্রেস ক্লাবকে রাজনৈতিক কার্যালয়ের মতো ব্যবহার করা হচ্ছিল বলে সমঝোতার কমিটি গঠনের উদ্যোক্তাদের অভিযোগ।