Dudu+Rizvi

দৈনিকবার্তা-ঢাকা, ৬ আগস্ট: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালত সূত্র জানায়, নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা রুহুল কবির রিজভীর ৫টি ও শামসুজ্জামান দুদুকে ৪ মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বিএনপি নেতাদের পক্ষে আদালতে শুনানি করেন সিনিয়র এডভোকেট জয়নুল আবেদিন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।এর আগে গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ রিজভীকে এবং শামসুজ্জামান দুদুকে মামলায় অন্তবর্তীকালীন জামিন দেন। এ জামিন আদেশ ¯’গিতে চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া জামিনও আপিলে বহাল রয়েছে, তবে এক মামলায় জামিন স্থগিত হয়ে গেছে। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। গত ৭ জুলাই হাই কোর্টের একটি দ্বৈত বেঞ্চ আট মামলায় রিজভী এবং সাত মামলায় দুদুকে অন্তবর্তীকালীন জামিন দেয়।

ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার আদালতে আবেদন করলে বিচারক তা আপিলের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার রিজভীর ছয় মামলা এবং দুদুর চার মামলা শুনানির জন্য ওঠে। এর মধ্যে রিজভীর জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের পাঁচটি এবং দুদুর বিষয়ে চার আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়।আদালতে দুই নেতার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সগীর হোসেন লিওন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

আদেশের পর সগীর হোসেন লিওন বলেন, রিজভীর আটটি মামলার মধ্যে একটিতে জামিন স্থগিত হয়ে গেছে। অপর দুটি আগামী সপ্তাহে শুনানির জন্য রাখা হয়েছে।লিওন জানান, যাত্রাবাড়ী থানায় দুটি, খিলগাঁও, মিরপুর ও মোহাম্মদপুর থানায় একটি করে তিনটি এবং পল্টন থানার তিনটি মামলায় রিজভীকে জামিন দিয়েছিল হাই কোর্ট। এর মধ্যে খিলগাঁওয়ের মামলায় তার জামিন স্থগিত হয়ে গেছে।

আর হাই কোর্টে দুদু জামিন পান পল্টন থানার ছয়টি ও মিরপুরে একটি মামলায়। এর মধ্যে পল্টন থানার চার মামলায় দুদুর জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ হয়েছে।বিএনপির লাগাতার অবরোধের মধ্যে গত ৩১ জানুয়ারি ভোররাতে রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে তিনি অজ্ঞাত স্থান থেকে বিবৃতি পাঠিয়ে হরতাল-অবরোধের বার্তা দিয়ে আসছিলেন। আর শামসুজ্জামান দুদু গ্রেপ্তার হন গত ১২ জানুয়ারি।