102_Building_Slide_ctg_060815_1

দৈনিকবার্তা- চট্টগ্রাম, ০৬ আগস্ট, ২০১৫: চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি পরিত্যক্ত সাবান কারখানা ভবন ভাঙার সময় ছাদের একাংশ ধসে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।নিহত মজু মিয়ার (৫৫) বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে একজন আবদুস শুক্কুর (৪৫)। বাকিদের নাম পরিচয় জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় রুপালী েেসাপ ফ্যাক্টরির পরিত্যক্ত গুদাম ভাঙার সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।চমেক হাসপাতাল ফাঁড়ি পুলিশের নায়েক মো. জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে তাদের মধ্যে মজু মিয়া মারা যান।ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক মো. ইয়াহিয়া বলেন, ১০ হাজার বর্গফুট আয়তনের গুদামের ছাদ উত্তর দিক থেকে ভাঙার সময় ছাদের দক্ষিণ দিকের অংশ ধসে গুদামের পাশের দেওয়ালের গায়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।