Gazipur-(2)- 06 Aug 2015-Sexual harassment-2

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৬ আগস্ট, ২০১৫: গাজীপুর মহানগরীর এক স্কুলের দুই শিক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষকসহ দু’শিক্ষকের অপসারনের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ, মানববন্ধন ও ক্লাস বর্জন করেছে স্কুলের শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে। এ ঘটনায় বৃহস্পতিবার স্কুল ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা জানায়, গাজীপুর মহানগরীতে কোনাবাড়ির আমবাগ এলাকায় স্থানীয় বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন সম্প্রতি ৯ম শ্রেণীর দুই ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। এতে শিক্ষার্থীরা রাজি না হলে পরীক্ষায় নাম্বার কম দেয়ার হুমকি দেন ওই শিক্ষক। পরে শিক্ষার্থীরা বিষয়টি তাদের অভিভাবকদের জানালে অভিভাবকরা ক্ষুব্ধ হন। অভিভাবকরা বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটিকে জানায়। কিন্তু কোন প্রতিকার না পেয়ে বুধবার থেকেই আন্দোলনে নামে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বুধবার থেকে দু’দিন ধরে টানা ক্লাস বর্জন শুরু করে। বৃহস্পতিবার সকালে স্কুলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত প্রধানশিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের অপসারন ও বিচারের দাবীতে বিক্ষোভ, মানববন্ধন ও ক্লাস বর্জন করেছে। এসময় তারা বিদ্যালয়ের সামনে অভিযুক্ত প্রধান শিক্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে।

Gazipur-(2)- 06 Aug 2015-Sexual harassment-1

অভিযুক্ত প্রধানশিক্ষকের বাড়ি ঘেরাও করে বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ শেষে মানববন্ধন করে। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযুক্ত ওই শিক্ষককে তিনদিনের মধ্যে অভিযোগের জবাব দেয়ার জন্য শো’কজ করেছে।এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী সামসুদ্দিন জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানীর বিষয়টি তিনি শুনেছেন। তবে তার কাছে লিখিত ভাবে কেউ কোন অভিযোগ করেনি। একটি অডিও রেকর্ডিংয়ে এক ছাত্রীর সঙ্গে প্রধান শিক্ষকের কথোপকোথনে যৌন হয়রানীর আলামত আছে। তিনি জানান, বুধবার প্রধান শিক্ষককে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। তার জবাব পেলে পরবর্র্তী ব্যবস্থা নেয়া হবে।জয়দেবপুর থানার কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন জানান, বিদ্যালয় ছুটি হয়ে যাওয়ার পর কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের বাড়ির সামনে দিয়ে যাবার সময় বাড়ি ঘেরাওয়ের চেষ্টা করে। পরে স্থানীয়রা তাদের সরিয়ে দেয়।