দৈনিকবার্তা-গাজীপুর, ৬ আগস্ট: গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার গণপিটুনিতে আন্তঃজেলা ডাকাত দলের একজন নিহত হয়েছে। নিহতের নাম শামীম (৪২)। সে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের পাচাহার (বকুলতলা) গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ ও এলাকাবাসি জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ১৫/২০ জনের সশস্ত্র একদল ডাকাত প্রথমে কাপাসিয়া উপজেলার নামিলা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী ও সিংহশ্রী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মকবুল হোসেনের বাড়ীতে হানা দেয়। এসময় বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যেতে থাকে।
এলাকাবাসী ডাকাতদের পিছু ধাওয়া করে স্থানীয় নামিলা-উলুসরা সড়কের বড় খাল এলাকায় একটি বড় রামদা’ সহ ডাকাতদলের একজনকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। পরে উত্তেজিত এলাকাবাসি আটককৃতকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহতের গলায় একটি পিতলের টর্চলাইট ঝুলানো ছিল। নিহত শামীম আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিল। তার বিরুদ্ধে গাজীপুরের কাপাসিয়া. কালিগঞ্জ, শ্রীপুর, জয়দেবপুর, নেত্রকোনা, নরসিংদী ও ময়মনসিংহের পাগলাসহ বিভিন্ন থানায় ১৬/১৭টি মামলা রয়েছে। সে গত ডিসেম্বরে পাগলা থানা এলাকায় খুনসহ ডাকাতি মামলারও আসামী।