baahubali

দৈনিকবার্তা- ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ব্যবসা করছে দক্ষিণী সিনেমা। রীতিমতো সালমানের আগে আগে চলছে সম্প্রতি মুক্তি পাওয়া বাহুবলী। এরই মধ্যে প্রথম দক্ষিণী ছবি হিসেবে ‘বাহুবলি’ ৫০০ কোটির ক্লাবে পা রেখেছে। এসএস রাজামৌলি পরিচালিত ভারতের সবচেয়ে বেশি বাজেটের সিনেমাটি মুক্তির চতুর্থ সপ্তাহে ৫০০ কোটির অঙ্ক ছুঁয়ে ফেলল। ৫০০ কোটির ক্লাবে পা রাখা অন্য দুটি সিনেমা হল আমির খান অভিনীত ‘পিকে’ ও ‘ধুম থ্রি’। এ তালিকা আরও যুক্ত হতে পারে সালমান খান অভিনীত ‘বাজরঙ্গী ভাইজান’।

‘বাহুবলি’র মুক্তির পর একমাত্র ‘বাজরঙ্গী ভাইজান’ ছাড়া কোনো সিনেমায় বক্স অফিসে প্রভাব ফেলতে পারেনি। চতুর্থ উইকএন্ডে হিন্দি ‘বাহুবলি’ ৭.৭০ কোটি রুপি আয় করেছে। তবে এক সপ্তাহ ব্যবধানে মুক্তি পাওয়া ‘বাজরঙ্গী ভাইজান’ও ব্যবসার অঙ্কে চোখ ধাঁধিয়ে দিয়েছে। এখনও পর্যন্ত আয় করেছে ৪৮৫ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, শিগগিরই ‘বাহুবলি’কে ধরে ফেলতে কবির খান পরিচালিত সিনেমাটি।