1430642711

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু।তিনি গণতন্ত্রকে সমুন্নত রাখতে সংবিধান, কার্যপ্রণালী বিধি ও সংসদ সম্পর্কে যথাযথভাবে অবহিত হয়ে জনগণের কাছে সংবাদ পরিবেশনের আহবান জানান।ঢাকা সাব এডিটরস কাউন্সিলের কার্যনির্বাহী কমিটির এক প্রতিনিধিদল বুধবার জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে স্পীকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।স্পিকার যেকোন ধরনের বিভ্রান্তি এড়াতে সতর্কতার সাথে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনেরও আহবান জানান। কর্মশালা ও প্রশিক্ষণের মাধ্যমে সংবিধান ও কার্যপ্রণালী বিধিসহ বিভিন্ন সংসদীয় রীতি রেওয়াজ সম্পর্কে বিশেষ জ্ঞান লাভের প্রয়োজনীয়তার উপর স্পিকার গুরুত্বারোপ করেন।সাক্ষাৎকালে প্রতিনিধিদল তাদের কার্যক্রম স্পিকারকে অবহিত করেন। নিজেদের পেশাগত দক্ষতা উন্নয়নে তাদের নিজস্ব প্রশিক্ষণ ও অন্যান্য প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।ঢাকা সাব এডিটরস কাউন্সিল কার্যনির্বাহী কমিটির সভাপতি নাছিমা আক্তার সোমা, সহ-সভাপতি কেএম শহীদুল হক ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ কমিটির সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন।