Thakurgaon Pic

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৫ আগস্ট, ২০১৫: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।গতকাল বুধবার বিকেলে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সভায় বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রয়ি কমিটির সভাপতি নির্মল ভৌমিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. ইন্দ্রনাথ গুহ ঠাকুরতা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, প্রেসক্লাব সভাপতি আবু তোরাব মানিক প্রমুখ।বক্তারা জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানান।এর আগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল ভৌমিক বালিয়াডাঙ্গী উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষদের সঙ্গে দেখা করেন এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।