kimhair-kim_3209242k
দৈনিকবার্তা-ঢাকা, ৫ আগস্ট, ২০১৫ : শান্তি ও মানবিকতায় একটি আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মঙ্গলবার বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার বালিভিত্তিক সুকর্ন এডুকেশন ফাউন্ডেশন কিম জং উনকে শান্তি, ন্যায়বিচার ও মানবিকতার জন্য সম্মান জানাতে যাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বরে এই পুরস্কার গ্রহণ করবেন তিনি। গত সপ্তাহে কিম জং উনকে পুরস্কার দেওয়ার পরিকল্পনার কথা ঘোষণা করে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের রাচমাবতী সুকর্নপুত্রী বলেছেন, নয়া-উপনিবেশবাদী আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য কিম জং উনকে সম্মানিত করা উচিত। এর আগে একই পুরস্কার পেয়েছেন ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ও মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চি।