দৈনিকবার্তা-ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫:আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্থিতিশীল দেশে বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবী নতুন ষড়যন্ত্রের অংশ।তিনি বলেন, দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, মধ্যমআয়ের দেশে পৌঁছে যাচ্ছে, তখন নতুন করে নির্বাচনের দাবি ক্ষতির কারণ। এটাকে আওয়ামী লীগ চক্রান্ত হিসেবেই দেখছে।হানিফ বুধবার শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পচাত্তরের ১৫ আগস্ট শুধু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করাই তাদের উদ্দেশ্য ছিল না। এ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্য হাসিলের চেষ্টা এখনও তারা করছে।তিনি বলেন, এখন দেশে-বিদেশে বাংলাদেশবিরোধী চক্রান্ত চলছে। সেই চক্রান্ত সফল করার জন্য দেশের কিছু দল লিপ্ত রয়েছে। তারা একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী বিভিন্ন সংগঠন।বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে বুধবার সকালে দলের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে তার রুহের মাগফিরাত কামনা করে কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও এ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
১৯৪৯ সালের আজকের এদিনে শেখ কামাল তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালোরাতে মাত্র ২৬ বছর বয়সে বঙ্গবন্ধুর হত্যাকারীদের হাতে তিনিও নির্মমভাবে নিহত হন । শহীদ শেখ কামাল শাহীন স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি.এ. অনার্স ডিগ্রি লাভ করেন।আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী স্বেছাসেবকলীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ শেখ কামালের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে।এছাড়াও যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, স্বেচ্ছাসেবক লীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ছাত্রলীগ মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা মহিলা আওয়ামী লীগ, আবাহনী পরিচালকবৃন্দ, আবাহনী সমর্থক গোষ্ঠী, আবাহনী কর্মকর্তা ও খেলোয়ারবৃন্দসহ বিভিন্ন সংগঠন শেখ কামালের সমাধি ও প্রতিকৃতিতে আলাদা আলাদা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এর আগে সকাল ৮টায় ধানমন্ডি আবাহনী ক্লাব প্রাঙ্গণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা ও কর্মীরা।