দৈনিকবার্তা-ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা শওকত মাহমুদ বলেছেন, বর্তমান সরকারের আমলে সত্য কথা বললে নিযাতন করা হয়, আর মিথ্যা বললে পুরস্কৃত করা হয়। এই সরকার সময়ে গণমাধ্যমের স্বাধীনতা নেই। সরকার গণমাধ্যমের শত্র“ বলেও এ সময় মন্তব্য করেন তিনি।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) একাংশের আয়োজনে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি এবং বন্ধ গণমাধ্যম খুলে দেয়ার দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ বলেন, বর্তমান সরকার মিথ্যার উপর প্রতিষ্ঠিত সরকার। সরকার তাদেরকে পুরস্কৃত করে যারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আর তাদেরকে শাস্তি দেয় যারা তার পক্ষে সত্য কথা বলার চেষ্টা করে।মাহমুদুর রহমানের মুক্তির দাবি গণদাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন আর শুধু সাংবাদিকরাই সম্পৃক্ত নয়। আমরা আশা করি আদালতের মাধ্যমে তিনি ন্যায় বিচার পাবেন।আগামী ১৩ ই আগস্ট মাহমুদুর রহমানের রায়ের দিন। ওই দিন প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন তিনি।সমাবেশে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম মহসিন, এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান প্রমুখ।
বর্তমানে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই: শওকত মাহমুদ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...