1438771798

দৈনিকবার্তা-বগুড়া, ৫ আগস্ট, ২০১৫: বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ আতিকুর রহমান আশা (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। নিহত ওই যুবক সান্তাহার ইউনিয়নের উথরাইল চকসাবাজ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ২০ জুলাই বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার মোড়গ্রামে মৃত ওমর তালুকদারের মেয়ে সাদিয়া বেগম (১৯) এর সাথে আতিকুর রহমান আশা বিয়ে হয়। বিয়ে পর থেকে পারিবারিক কলহ শুরু হয়। স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকতো বলে গ্রামবাসীরা জানায়।

মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ীর ঘরের ভিতরে তালার তীরের সাথে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় যুবক আতিকুর রহমান আশার ঝুলন্ত লাশ সকালে লোকজন দেখতে পায়। আতিকুর রহমান আশা আন্তহত্যা করেছে, নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে ওই এলাকায় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এ দিকে পুলিশ খবর পেয়ে বুধবার দুপুরে ঝুলন্ত লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে। থানার এস আই মনিরুল ইসলাম জানান এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মামলা হয়েছে। তিনি আরো জানান, যুবক আতিকুর রহমান আশা আতœহত্যা করেছে, নাকি হত্যা করা হয়েছে ময়না তদন্তের পর তা পরিস্কার হবে।