দৈনিকবার্তা-বগুড়া, ৫ আগস্ট, ২০১৫: র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) বগুড়া-১২ এর সদস্যরা বুধবার বিকেলে বগুড়ার দুপচাঁচিয়ায় অভিযান চালিয়ে জাল টাকার নোট সহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার জিয়ানগরের বারাহি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে জিল্লুর রহমান (৪৫) ও জয়পুরহাটের ক্ষেতলালের মিনিগাড়ীর গ্রামের মৃত আবদুল আলী মন্ডলের ছেলে আবু বক্কর (৪২)।
র্যাব বগুড়া-১২ এর কোম্পানি কমান্ডার (এএসপি) মশিউর রহমান মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে দুপচাঁচিয়ার জিয়ানগরের বারাহি গ্রামে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে জিল্লুর রহমানের বাড়ি থেকে দুইটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু বক্করকে ওই বাড়ি থেকে আটক করা হয়। এ ব্যাপারে দুপচাঁচিয়া থানায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।