1436100760

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে। তিনি বলেছেন, ১৫ আগস্টের আগে এমনটাই হয়েছিলো। তখন আমরা নিজেরা যুদ্ধ করেছিলাম বলেই মোস্তাকের মতো বেঈমান বিশ্বাসঘাতকতা করার সুযোগ পেয়েছিলো। মোস্তাক আমাদের মধ্যেই ছিলো। প্রতিপক্ষকে দুর্বল মনে করে আমরা যদি নিজেদের মধ্যে যুদ্ধ শুরু করি তাহলে আমাদের সামনে বিপদ আসবে।বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আমাদের সামনে কোনো সুখের দিন নেই। অত্যন্ত কঠিন দিন আসছে। সুযোগ সন্ধানীদের দলে জায়গা দিও না। এরা এসে তোমাদের সঙ্গে থাকবে। কিন্তু যদি কখনও রাসেল স্কোয়ারে যেতে হয় তাদের পাওয়া যায় না। যারা ছিল তারাই থাকবে। দল বড় করার দরকার নেই। ত্যাগী-পরীক্ষিত কর্মীদের রাখতে হবে।আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধে শেখ হাসিনার পেছনে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। শেখ হাসিনার বিকল্প একমাত্র শেখ হাসিনাই মনে রাখতে হবে। আমরা এমন কোন কাজ করবো না যাতে সরকারের দুর্নাম হয়। শেখ হাসিনার দুর্নাম হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য পরিস্কার এর মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব নাই। শেখ হাসিনার অধীনে ২০১৯ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আমরা চাই সেই নির্বাচনে বিএনপিসহ সকল দল আসুক। প্রতিদ্বন্দ্বিতা করুক। আমরা শেখ হাসিনার অর্জন নিয়ে জনগণের কাছে যাবো।তিনি বলেন, আমি বিশ্বাস করি বেগম জিয়ার দল আগামী নির্বাচনে আসবে। কারণ তার কাছে কোন বিকল্প নেই। দল যদি টিকিয়ে রাখতে হয়, রাজনীতি করতে হয়, তাহলে নির্বাচনে আসা ছাড়া তার (খালেদা) কোন বিকল্প নেই।সংগঠনের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য র আ ম উবাদুর মোক্তাদির চৌধুরী প্রমুখ।