Lalmonirhat_Deptiman_626917310

দৈনিকবার্তা-লালমনিরহাট, ৫ আগস্ট: লালমনিরহাট বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নাম বদলে যাচ্ছে আগামী ৯ আগস্ট। এদিন সংগঠনের নতুন নাম ও মোড়ক নির্ধারণ করা হবে।মঙ্গলবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারতীয় ইউনিটের সভাপতি দীপ্তিমান সেন গুপ্ত।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নতুন ভূখণ্ড উত্তর গোতামারীতে এ সভার আয়োজন করা হয়।দীপ্তিমান সেন গুপ্ত বলেন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির দাবি পূরণ হয়েছে। তাই এ কমিটি বিলুপ্ত করে ৯ আগস্ট পঞ্চগড়ে আনুষ্ঠানিকভাবে নতুন মোড়কে নতুন কমিটি ঘোষণা করা হবে।এ সময় তিনি নিজ দেশের আইন মেনে চলে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে নতুন বাংলাদেশিদের অনুরোধ জানান।গোতামারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন।সভায় আরো বক্তব্য রাখেন, ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মইনুল হক, সধারণ সম্পাদক গোলাম মোস্তফা, লালমনিরহাট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আশিক।

এর আগে দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সভাপতি দীপ্তিমান সেন গুপ্তকে সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা অনুষ্ঠানে ভাষা সৈনিক বাবু মহেন্দ্র নাথ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুজ্জামান আহম্মেদসহ গণ্যমাণ্য ব্যক্তিরা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।