Gournadi Photo--05.08.15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৫ আগস্ট, ২০১৫: “কাজের মাঝে শিশু করবে মায়ের দুধপান-সবাই মিলে সবখানে করি সমাধান” শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে কর্মজীবী মায়েদের শিশুকে বুকের দুধ খাওয়ানো বিষয়ে উদ্ধুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।সকাল দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বে-সরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের শিখা প্রকল্প স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর আয়োজনে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত উদ্ধুদ্ধকরণ সভায় ব্র্যাকের উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ব্র্যাকের শিখা প্রকল্পের কর্মসূচী সংগঠক মোঃ বেল্লাল হোসেন। বক্তব্য রাখেন নতুন দিন প্রকল্পের জেলা টিম লিডার মো. শাহীন আলম, শিখা প্রকল্পের মাঠ সংগঠক নার্গিস পারভীন, প্রধান শিক্ষক মোঃ মুনসুর আলী, খান গোলাম মোস্তফা প্রমূখ।