Gournadi Photo--05.08.15 (1)

দৈনিকবার্তা-কালকিনি (মাদারীপুর), ০৫ আগস্ট, ২০১৫: এইচ এম মিলন (যুগান্তর) সভাপতি ও মোঃ জাফরুল হাসানকে (জনকন্ঠ) সাধারন সম্পাদক করে মঙ্গলবার সন্ধায় মাদারীপুরের কালকিনি প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে মোঃ আসাদুজ্জামান দুলাল (ইত্তেফাক) সহ-সভাপতি, বি.এম. হানিফ (জনতা) যুগ্ন-সাধারন সম্পাদক, মোঃ সাইমুন ইসলাম (মানবকন্ঠ) অর্থ সম্পাদক, মেহেদী হাসান সাওন ( দিনের পর দিন) দপ্তর সম্পাদক ও মোঃ আমীর সোহেল ( নতুনদিন) প্রচার সম্পাদকের পদ লাভ করেন। এ ছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন মোঃ শহিদুল ইসলাম (যায়যায়দিন), রফিকুল ইসলাম (ভোরের পাতা), মোঃ বিল্লাল হোসেন (আলোকিত বাংলাদেশ), মোঃ মেহেদী হাসান শান্ত (সরেজমিন বার্তা), আকন মোশারফ হোসেন ( নবজাত), সালাহউদ্দিন মাহমুদ (ব্রেকিংনিউজ), মোঃ জাহিদ হাসান ( রেডিও ধ্বনি) ও সানাউল হক সানি (আমাদের সময়)।