দৈনিকবার্তা-ঢাকা, ০৫ আগস্ট, ২০১৫: আলোচনার মাধ্যমে সরকার নির্বাচন দিতে না চাইলে আন্দোলনের মাধ্যমে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করা হবে বলে হুঁসিয়ারী উচ্চারণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা জেলা যুবদল আয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব আমানুল্লাহ আমানসহ সব নেতার নামে দায়েরকৃত ‘মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি’ শীর্ষক প্রতিবাদ সভায় তিনি এ হুঁসিয়ারী উচ্চারণ করেন।সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, আসুন সবাই মিলে আলোচনার মাধ্যমে একটি নতুন নির্বাচনের ব্যবস্থা করি। আর সেই নির্বাচন কবে হবে সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন।তিনি আরো বলেন, ছাত্রলীগের ক্যাডার বাহিনী দ্বারা প্রতিষ্ঠিত নির্বাচন কমিশনের অধীনে কখনও নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই শিগগিরই এ নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করুন।
বিএনপির সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে নোমান বলেন, ‘বিএনপির সংগঠনের অবস্থা এখন খুবই ভালো। তবে অনেকে হতাশ আবার অনেকে আশাবাদী। কিন্তু আমরা এ হতাশা কাটিয়ে জনগণকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, এলাকায় এলাকায় ছোট ছোট সমাবেশ করুন। সমাবেশের মাধ্যমে নিজেরা ঐক্যবদ্ধ হোন এবং বর্তমান অবৈধ সরকারের সব অপকর্ম জনগণের সামনে তুলে ধরুন।বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান ক্ষমতাসীনতা একটি অবৈধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। সংবিধান অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ। আর এজন্য ভবিষ্যতে আওয়ামী লীগ সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে।আয়োজক সংগঠনের আহ্বায়ক নাজিমুদ্দিনের (ভিপি নাজিম) সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন- ঢাকা জেলার বিএনপির সভাপতি আব্দুল মান্নান, বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন আলম, সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।