Press Photo-4-8

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ আগস্ট ২০১৫: গত ০৩/০৮/১৫ তারিখ ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ রাজধানীর ডেমরা এলাকা থেকে ৩ জন ভুয়া ও অবৈধ বিকাশ এ্যাকাউন্ট প্রস্তুতকারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নাম ১। কালাম ২। ফারুক ও ৩। হিরা। এসময় তাদের হেফাজত হতে অবৈধভাবে সংরক্ষিত ৩০০ মোবাইল সিম, ৯০০ ছবি ও ৮৫০ ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায়, তারা সবাই উদ্ধারকৃত জিনিসপত্র দিয়ে ভুয়া ও অবৈধ বিকাশ অ্যাকাউন্ট খুলে অবৈধভাবে আর্থিক লেনদেন করে থাকে। গ্রেফতারকৃত রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন প্রশ্নপত্র বিনিময় করে এসব অবৈধ বিকাশ অ্যাকাউন্ট এর মাধ্যমে টাকা গ্রহণ করত। যাতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর অনুসন্ধানে সঠিক তথ্য না পাওয়া যায়।

উল্লেখ্য, গত ১৫/০৭/২০১৫ খ্রি. রাতে রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ফেসবুক এর মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস, উত্তরপত্র জালিয়াতি ও প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে নিয়মিত মামলার মাধ্যমে আদালতে সোপর্দ করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর সাইবার অপরাধ টিম। তাঁরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃত রায়হান চৌধুরী ওরফে ড্যান ব্রাউন(১৯) এর বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও পাবলিক পরীক্ষা (অপরাধ) আইনে ডেমরা থানায় রুজুকৃত নিয়মিত মামলার সুত্র ধরে উক্ত আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম, পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ শাহজাহান এর তত্ত্বাবধানে সাইবার ক্রাইম টীমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ নাজমুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।