pabna pic (pmc)-1, 01.08.2015_90638

দৈনিকবার্তা-পাবনা, ০৪ আগস্ট ২০১৫: প্রথম পেশাগত পরীক্ষায় ‘ক্যারিঅন পদ্ধতি’ পূনর্বহালের দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সকল প্রকার ক্লাস ও ওয়ার্ড বর্জন কর্মসূচী পালন শুরু করেছেন পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষার্থীরা ক্লাস-ওয়ার্ড বর্জন করে কলেজ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আন্দোলতরত শিক্ষার্থীরা জানান, বিএমডিসি প্রনীত নতুন কারিকুলামে ক্যারিঅন পদ্ধতি থাকলে নতুন সমস্যা তৈরী হবে শিক্ষার্থীদের জন্য।নতুন নতুন ব্যাচ তৈরী হয়ে ব্যাহত হবে শিক্ষা জীবন। তাই তারা ক্যারিঅন পদ্ধতি পূনর্বহাল দাবি করেন। তাদের দাবি মানা না হলে আগামীতে আমরণ অনশন কর্মসূচীতে যাবার হুশিয়ারী দেন তারা। একই দাবিতে গত ১ আগস্ট পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। উক্ত মানববন্ধনে তাদের দাবি মেনে নিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। ২৪ ঘন্টার পর কোনো আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা অনির্দিষ্টকাললের জন্য সকল প্রকার ক্লাস ও ওয়ার্ড বর্জনের এই কর্মসূচী ঘোষনা করেন।