news_img

দৈনিকবার্তা-ঢাকা, ৪ আগস্ট: ৬ আগস্ট কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। এ উপলক্ষে চ্যানেল আইয়ের অনুষ্ঠান আয়োজনে থাকছে তিনদিনব্যাপি বেশ কিছু অনুষ্ঠানমালা। এর মধ্যে ৫ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে লাক্স মাঝ দুপুরের টেলিছবির আয়োজনে দেখানো হবে সতীর্থ রহমানের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুর- এর ছোট গল্প অবলম্বনে টেলিফিল্ম ‘নিশীথে’। অভিনয়ে গোলাম ফরিদা ছন্দা, শাহেদ শরীফ খান, মুন, আবদুল্লাহ রানা,ডা. এজাজুল প্রমুখ। সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হবে ঠাকুর বাড়ির রান্না। উপস্থাপনা ও পরিচালনা কেকা ফেরদৌসী

৬ আগস্ট রাত ১টায় এবং সকাল ৯.৪৫ মিনিটে থাকবে গ্রামীণফোন তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফরিদুর রেজা সাগর। অতিথি থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন এবং ইমদাদুল হক মিলন। পরিচালনায় জিল্লুর রহমান। দেশ বরেণ্য কবি, সাহিত্যিক, রবীন্দ্র বিশেষজ্ঞ ও শিল্পীবৃন্দের অংশগ্রহণে গান, আলোচনা, কবিতা ও আবৃত্তি নিয়ে ৬ আগস্ট সকাল ৭.৩০মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত প্রচার হবে রবীন্দ্রনাথকে স্মরণে বরণে ‘সারাদিন রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাতের গল্প অবলম্বণে নির্মিত বিকেল ২.৩০ মিনিটে রবি এ সপ্তাহের বিশেষ ছবিতে প্রচার হবে চাষী নজরুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম-এর ছবি ‘সুভা’। অভিনয়ে করেছেন সাকিব খান, পূর্ণিমা, তুষার খান প্রমুখ। রাত ৭.৫০ মিনিটে দেখানো হবে রেজওয়ানা চৌধুরী বন্যার অংশগ্রহণে বিশেষ সঙ্গীতানুষ্ঠান।

৭ আগস্ট বিকেল ৩.০৫ মিনিটে প্রচার হবে সুপার মম বেবী ডায়পার নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম ‘চোরাই ধন’। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে টেলিফিল্মটি পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। অভিনয়ে সুর্বণা মুস্তাফা, গাজী রাকায়েত প্রমুখ।