দৈনিকবার্তা-রাজশাহী, ৪ আগস্ট: চলতি ২০১৫-১৬ অর্থবছরে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ১,৬০০ কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।এই বিশেষ বাণিজ্যিক ব্যাংকের সদর দফতর রাজশাহীতে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা রাখতে ফসল উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় রাকাব’র ৩৭৭টি শাখার মাধ্যমে ঋণ বিতরণ করা হবে।
রাকাব’র ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমেদ বলেন, ঋণের পরিমাণ ১,৯০০ কোটি টাকা কমিয়ে আনা এবং ৪.৪২৫ কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শ্রেণী ভিত্তিক ঋণ ১৫ শতাংশের নীচে কমিয়ে আনা ও ৭২১ কোটি টাকা অনাদায়ী ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপকদের সংশ্লিষ্ট সব ধরনের কর্মকান্ডে আরো গতিশীল করতে বলা হয়েছে।
মনজুর আহমেদ বলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) দীর্ঘ ১০ বছর পর ২০১৪-১৫ অর্থবছরে ৩২ কোটি টাকা পরিচালনা মুনাফা অর্জন করেছে।মুনাফা আদায় করে আত্মনির্ভরশীল একটি ব্যাংকে রূপান্তর করার জন্য রাকাব পূর্ববর্তী অর্থবছরে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করে এবং প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠায়।পরিকল্পনা অনুযায়ী ব্যাংক ২০১৪-১৫ অর্থবছরে শ্রেণী ভিত্তিক ঋণ ২৫ শতাংশের নীচে কমিয়ে আনা ও ১৮০০ কোটি টাকা অন্যান্য অনাদায়ী ঋণ আদায় করা এবং ১৫০০ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে।লক্ষ্যমাত্রার বিপরীতে ব্যাংক ১৫৩৬ কোটি টাকার ঋণ বিতরণ করেছে ও ১৮২৭ কোটি টাকা উদ্ধার করেছে এবং ২০ শতাংশ থেকে ৩৫ শতাংশ শ্রেণী ভিত্তিক ঋণ হ্রাস করেছে।