Migrants wait to disembark from  a merchant ship in the Sicilian harbour of Pozzallo, Italy August 2, 2015. REUTERS/Antonio Parrinello

দৈনিকবার্তা-ঢাকা, ০৪ আগস্ট ২০১৫: ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ৫৫০ জনেরও বেশি অভিবাসী সোমবার ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) পরিচালিত একটি জাহাজে করে সিসিলি এসে পৌঁছেছেন। জাহাজে করে আরো পাঁচজনের লাশ আনা হয়েছে। সাগরেই তাদের মৃত্যু হয়।এমএসএফ জানায়, অভিবাসীরা বিভিন্ন নৌকায় ছিল এবং সপ্তাহান্তে তাদের উদ্ধার করা হয়। তাদেরকে এখন নিরাপদে পালেরমোতে আনা হয়েছে।সংগঠনটি জানায়, সাগরেই পাঁচ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার নারী ও এক পুরুষ রয়েছেন। গত শনিবার একটি নৌকা থেকে এসব লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক পরীক্ষায় জানা যায়, পানিশূন্যতার কারণে তাদের মৃত্যু হয়েছে। নৌকাটিতে আরো ১১২ অভিবাসী ছিলেন। এর মধ্যে দুই জনের অবস্থা ছিল গুরুতর।

উদ্ধার হওয়া কয়েকজন অভিবাসী জানান, ইতালির উদ্দেশে লিবিয়া উপকূল ছাড়ার ১৩ ঘন্টার মাথায় তাদেরকে উদ্ধার করা হয়। এত অল্প সময়ের মধ্যে পাঁচ জনের মৃত্যু হয়।এমএসএফ ইতালির প্রেসিডেন্ট লরিস ডি ফিলিপ্পি হুঁশিয়ার করেন যে অভিবাসীদের উদ্ধারে যেকোন ধরণের বিলম্ব তাদের জীবন-মৃত্যুর কারণ হতে পারে। তিনি অভিবাসী ও শরণার্থীদের প্রবেশের জন্য নতুন ও বৈধ রুট চালু করতে ইউরোপের প্রতি তার আহবান পুনর্ব্যক্ত করেন।চলতি বছর ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাওয়ার পথে এক হাজার ৯শ’র বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। এছাড়া এক লাখ ৫০ হাজার সাগর পাড়ি দিতে পেরেছেন বলে আন্তর্জাতিক অভিবাসী সংস্থা গত মাসে জানিয়েছে।