DSC_56792

দৈনিকবার্তা-যশোর, ০৩ আগস্ট ২০১৫:  গত ০২/০৮/২০১৫ তারিখ রবিবার যশোর জেলায় অভিযান পরিচালনা করে ফেসবুক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ও বিতরণ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। সুমন আহম্মেদ ২। আঃ রহমান ৩। আঃ রহমান ওরফে লিটন ৪। এসএম তানভীর আলম ওরফে রিজভী ৫। জনি রহমান ও ৬। আরাফাত হোসেন। তারা যশোর পলিটেকনিক ইন্সিটিউট ও যশোরে অবস্থিত একটি বেসরকারি পলিটেকনিক ইন্সিটিউটের ছাত্র।

এ সময় তাদের হেফাজত হতে ইন্টারনেট (ওয়েবসাইট ও ফেসবুক) পরিচালনা ও প্রশ্নপত্র আদান-প্রদান করার কাজে ব্যবহৃত ১ টি সিম্ফনি ট্যাব, ৬ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট (যার মেমোরিতে প্রশ্নপত্র পাওয়া গেছে) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রশ্নপত্রগুলো মধ্যে রয়েছে ৫ম ও ৭ম পর্ব সমাপনী এবং ৬ষ্ঠ পর্ব পরিপূরক পরীক্ষা-২০১৫ এর ক) প্রোগ্রামিং ইন সি (পরীক্ষার তারিখ-০২ আগস্ট ২০১৫) ও খ) এন্টারপ্রিনিউরশিপ (পরীক্ষার তারিখ-১২ আগস্ট ২০১৫) বিষয়সমূহের প্রশ্নপত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা প্রত্যেক পরীক্ষার আগেই ইন্টারনেটের মাধ্যমে প্রশ্নপত্র সংগ্রহ করে ও ফেসবুক-ইনবক্স ও ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে প্রশ্নপত্র বন্ধুদের মধ্যে বিতরণ (ংযধৎব) করে। তারা আরও জানায়, চলমান প্রত্যেকটি পরীক্ষার প্রশ্নপত্র তারা পেয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ গ্রহণ করা হয়েছে।