child-marraige

দৈনিকবার্তা-গাজীপুর, ০৩ আগস্ট ২০১৫: গাজীপুরের কালীগঞ্জে সোমবার বিকেলে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেয়েছে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। এঘটনায় প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রীকে বিয়ে না দেওয়ার মুচলেকা দিয়েছে তার বাবা মা।জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামের আশরাফুল ইসলামের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে শায়লা আক্তারকে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়। শায়লা স্থানীয় নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। এ বাল্য বিয়ের গোপন সংবাদ পেয়ে সোমবার বিকেলে বিয়ের পূর্ব মুহুর্তে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তারের নেতৃত্বে কালীগঞ্জ থানার এসআই মো. নাজমুল হকসহ পুলিশ সদস্যরা আশরাফুলের বাড়ীতে অভিযান চালিয়ে ওই বিয়ে বন্ধ করে দেয়। তারা বিয়ে বাড়ীর গেট ও প্যান্ডেল ভেঙ্গে দেয়। এসময় প্রাপ্তবয়ষ্ক না হওয়া পর্যন্ত ওই স্কুল ছাত্রী শায়লাকে বিয়ে না দেওয়ার মুচলেকা প্রশাসনের কাছে দেয় তার বাবা মা। এ সময় অন্যান্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা মহিলা অফিসার শাহনাজ আক্তার, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার উপস্থিত ছিলেন।