Thakurgaon_map_uttaranews24

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০৩ আগস্ট ২০১৫: ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে রওসনা বেগম (৩৫) ও তাঁর ছেলে সাহাবুল ইসলাম (১২) আহত হয়েছে। আহতরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। রোববার (০২ আগস্ট) দুপুরে সালন্দর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামে ১৯৯৯ সালের ১৬ মে ৭৭২ নং খতিয়ানের ৭৫৭৬ নং দাগের ২৮ শতক জমির মধ্যে ১২ শতক জমি সামছুল হকের কাছ থেকে রওসনা বেগম ও তাঁর স্বামী নজরুল ইসলামের নামে রেজিষ্ট্রি করে নেয়। জমি কেনার পর থেকে রওসনা বেগম ও নজরুল ইসলাম তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছে।

এদিকে কিছুদিন যাবৎ ওই এলাকার বাসিন্দা ফজলুর রহমানেরর নেতৃত্বে কিছূ লোকজন তাদের বাড়ি ছেড়ে দুরে চলে যাওয়ার জন্য বিভিন্ন হুমকি ধমকি দিয়ে। এ ঘটনায় রওসনা বেগম বাদী হয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর গত রোববার ফজলুর রহমান সহ কয়েকজন সন্ত্রাসী নজরুল ইসলামের বাড়িতে হামলা চালায় এবং আসবাপপত্র ভাংচুর করে । এসময় রওসনা বেগম ও তাঁর ছেলে সাহাবুল ইসলাম বাধা দিতে গেলে তাদেরকে বেধকর মারপিট করে। পরে এলাকাবাসী এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তারা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার এসআই ইজ্জাত আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।