SM8

দৈনিকবার্তা-গাজীপুর, ০৩ আগস্ট ২০১৫: গাজীপুরে সোমবার বিকেলে বাস-লেগুনা সংঘর্ষে টঙ্গী থানার চার পুলিশসহ পাঁচ জন আহত হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী চেরাগআলী এলাকায় ওই মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।আহতরা হলেন- টঙ্গী থানার এসআই মনিরুজ্জামান, কনষ্টেবল শহিদুজ্জামান, মজিবুর রহমান ও নূর মোহাম্মদ এবং অজ্ঞাত পরিচয়ের লেগুনা চালক। কনষ্টেবল শহিদুজ্জামান ও লেগুনা চালককে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চার দিকে পুলিশ বহনকারী একটি লেগুনা চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এক লেন থেকে অন্য লেনে যাবার সময় ইউটার্ণ নিলে গাজীপুরগামী ঢাকা পরিবহনের একটি বাস ওই লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। এতে লেগুনায় থাকা পুলিশ সদস্যরা ও লেগুনার চালক আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।টঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে।