115741_1

দৈনিকবার্তা-ঢাকা, ৩ আগস্ট: বিচারিক আদালতের পর হাই কোর্টেও জামিন মেলেনি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলার আসামি হবিগঞ্জের বরখাস্ত পৌর মেয়র গোলাম কিবরিয়া গউছের। বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের বেঞ্চ সোমবার তার জামিন আবেদন খারিজ করে দেয়।কিবরিয়া হত্যা মামলায় গত বছরের ২৮ ডিসেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণের পর গউছকে কারাগারে পাঠানো হয়।

গত ১৯ এপ্রিল বিচারিক আদালতে জামিনের আবেদন নামঞ্জুর হলে ২৭ জুলাই হাই কোর্টে আসেন তিনি। গত ২ অগাস্ট হাই কোর্ট গউছের জামিন আবেদন শুনে সোমবার আদেশের দিন রাখে।আদালতে গউছের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করেন আইনজীবী মাসুদ রানা।রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।আদেশের পর মাসুদ রানা বলেন, হাই কোর্ট গউছের জামিন আবেদন খারিজ করে দিয়েছে। আদেশের অনুলিপি পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবেগত ২৭ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে আটকাবস্থায় চিকিৎসাধীন জিকে গউস। আদালতে তার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। গ্রেনেড হামলার এ ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করেন।এ মামলার আসামি হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জিকে গউস গত বছরের ২৮ ডিসেম্বর হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত।সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচারিক কার্যক্রম চলছে।